html

Saturday 28 July 2018

শম্পা দাশ

দুষ্টু বাঘ

শম্পা দাশ

পার্ট-১


(রাস্তার ধারে লোহার খাঁচার মধ্যে একটি বাঘ বন্দী হয়ে রয়েছে। লোহার খাঁচার সামনে দিয়ে কয়েক জন পথিকের  প্রবেশ)


প্রথম পথিক: চল ভাই চল!একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল।রাজা র বাড়িতে আজ বিরাট ভোজ আছে।


দ্বিতীয় পথিক: হ্যাঁ।অনেক দিন বাদে এমন ভোজ খাওয়ার সুযোগ এসেছে।


তৃতীয় পথিক: ওঃ, কতদিন যে ভোজ বাড়িতে খাই নি।সেই কবে হীরুমামার ছেলের মুখে ভাতে খেয়ে ছিলুম।

চতুর্থ পথিক: আরে ছ্যাঃ ছ্যাঃ।ওটা আবার ভোজ হল নাকি?

পঞ্চম পথিক: কেন খারাপটা কি ছিল শুনি?

দ্বিতীয় পথিক: তোরা কি এখানে দাঁড়িয়েই জটলা পাঠাবি?নাকি ভোজ খেতে যাবি??

তৃতীয় পথিক: হ্যাঁ ভাই তাড়াতাড়ি চল।তা নাহলে আবার সব শেষ হয়ে যাবে।
সকলে:চল ভাই চল।

প্রথম পথিক: ( একটু এগিয়ে গিয়ে বাঘটাকে দেখে)---- আরে খাঁচার মধ্যে একটা বাঘ রয়েছে না?

দ্বিতীয় পথিক: হ্যাঁরে ভাই , সত্যিই তো।খাঁচার মধ্যে কিভাবে বসে রয়েছে দেখেছিস?

তৃতীয় পথিক: ওরে বাবা। আমার কিন্তু ভীষণ ভয় করছে। ঘাড়ের ওপর যদি হুমড়ি খেয়ে  এসে পড়ে?

ষষ্ঠ পথিক: ভোজ খাওয়া মাথায় উঠল।চল ভাই বাড়ি ফিরে যাই।

সপ্তম পথিক: আরে দূর! এত ভয় পাচ্ছিস কেন? দেখছিস না ও খাঁচার মধ্যে রয়েছে?

বাঘ: তোমরা কোথায় যাচ্ছ ভাই?

চতুর্থ পথিক: আমরা রাজবাড়িতে ভোজ খেতে যাচ্ছি।

বাঘ: আজ রাজার বাড়িতে ভোজ আছে বুঝি?ওহ্, কতদিন যে কপালে ভালো মন্দ খাবার জোটে নি? একবারটি খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। আমিও তোমাদের সাথে ভোজ খেতে যাই!

No comments:

Post a Comment

Facebook Comments